পরিচিতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, দফতর ও ইনস্টিটিউট ইত্যাদিতে কর্মরত যেসব কর্মকর্তা ও কর্মচারী রয়েছেন তাদের প্রত্যেকের সংগে পারস্পরিক ঐক্যের মাধ্যমে পেশাগত অধিকার এবং সম্মানকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করা ও আঞ্চলিক তথা দেশের সার্বিক কল্যাণ সাধনের বলিষ্ঠ ভূমিকা রক্ষাই উত্তরবঙ্গ চাকুরিজীবী কল্যাণ পরিষদ-এর মূল লক্ষ্য।

পরিষদের নাম: সংগঠনের নাম হবে ‘উত্তরবঙ্গ চাকুরিজীবী কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’। গঠনতন্ত্রে এর পর থেকে পরিষদ বলতে শুধুমাত্র উত্তরবঙ্গ চাকুরিজীবী কল্যাণ পরিষদ”, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে বুঝাবে।

পরিষদের সীমানা: উত্তরবঙ্গ বলতে বাংলাদেশের রাজশাহী বিভাগের (বৃগত্তর ৫টি জেলা বর্তমানে যা ১৭টি জেলা রূপান্তরিত পূর্ব হতে বুঝাবে এবং যে সকল এলাকা পরবর্তীকালে উত্তরবঙ্গের সীমানাযুক্ত হতে পারে।

প্রতিকী: উত্তরবঙ্গের প্রবেশদ্বার তথা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যমুনার উপর নির্মিত যমুনা সেতুর উপর ৪/৫টি জেলা পর পর সংযুক্ত ঐতিহাসিক স্থানের ছবি-প্রতীকটি পরিষদের একমাত্র স্বীকৃত প্রতীক কার্যকরী পরিষদের অনুমোদন ছাড়া এই প্রতীক ব্যবহার করা যাবে না।

ঠিকানা: পরিষদের প্রধান কার্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে অথবা রাজধানী ঢাকায় অবস্থিত হবে।