সদস্য হওয়ার নিয়মাবলী

চাঁদা:
সাধারণ সদস্য ফি ৫০/- (পঞ্চাশ) টাকা, মাসিক চাঁদা ১০ (দশ) টাকা এবং সার্ষিক ১০০ (একশত) টাকা মাত্র।
আজীবন সদস্য ফি ২০০০/- (দুই হাজার) টাকা মাত্র। মাসিক চাঁদা দিতে হবে না।
সম্মানিত সদস্য ফি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা মাত্র। মাসিক চাঁদা প্রদান করতে হবে না। যে কোন অংকের অনুদান সাদরে গ্রহণ করা হবে।

সাধারণ ও আজীবন সদস্যদের অধিকার:
ক. সাধারণ সভায় যোগদান, ভোট প্রদান, প্রস্তাব পেশ ও সমর্থন করতে পারবেন।
খ. কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দিতা, নাম প্রস্তাবনা বা সমর্থ ও ভোট প্রদানের অধিকার রাখবেন।
গ. যে কোন সদস্য নির্বাচন কমিশন, তহবিল নিরীক্ষা কমিটি এবং যে কোন উপ-কমিটির সদস্য হতে পারবেন।
ঘ. পরিষদ কর্তৃক আয়োজিত যে কোন সম্মেলন, আলোচনা সভা, সেমিনার প্রভৃতিতে যোগদান করতে ও বক্তব্য রাখতে পারবেন।
ঙ. যে কোন সদস্য নির্বাহী পরিষদের নিকট পদত্যাগ পত্র জমা দিতে পারবেন। কার্যকরী পরিষদ উক্ত পদত্যাগ পত্র চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন।

সম্মানিত সদস্যগণের অধিকার:
পরিষদের ভোটাধিকার ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে কোন দসদের অন্যান্য অধিকার থাকবে।

সহযোগী সদস্যদের অধিকার:
তাঁরা তাদের সৃদীর্ঘ কর্ম জীবনের অভিজ্ঞতার আলোকে পরিষদকে অভিষ্ট লক্ষ্যে পৌছাতে বিভিন্নভাবে পরামর্শদানে সহায়তা করবেন এবং তাঁদের অবসর জীবনকে উপভোগ করতে পারবেন কোন নির্বাচনে তাঁদের ভোটাধিকার থাকবেনা।

সকল প্রকার/শ্রেণির সদস্যদের দায়িত্ব ও কর্তব্য:
সংবিধানের প্রাধান্য রক্ষায় সদস্যগণ পরিষদের সংবিধা মেনে চলতে এবং “উত্তরবঙ্গ চাকুরীজীবি কল্যাণ পরিষদ” এর নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবেন।
সদস্যগণ তাদের মাসিক, বাৎসরিক চাঁদা, ফি ইত্যাদি সময়মত পরিশোধ করনে।
কার্যনির্বাহী পরিষদ কোন সদস্যকে পরিষদ সংক্রান্ত কোন দায়িত্ব প্রদান করলে তিনি তা গ্রহণে বাধ্য থাকবেন।
কোন সদস্য চাকুরী পরিবর্তন, বিদেশ গমন কিংবা চাকুরীতে ইস্তফা দিলে অবশ্যই কার্যনির্বাহী পরিষদকে অবহিত করতে হবে।