মূলনীতি, লক্ষ্য ও উদ্দেশ্য

মূলনীতি
ঐক্য, শান্তি, শৃঙ্খলা প্রগতি এই চারটি মূলনীতিতে পরিষদ পরিচালিত হবে।
লক্ষ্য ও উদ্দেশ্য


১. এই পরিষদ হবে সম্পূর্ণ অরাজনৈতিক চাকুরীজীবী সংগঠন।
২. উত্তরবঙ্গের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পারস্পরিক সমঝোতা, ভুভেচ্ছা, মৈত্রী ও সহযোগিতা সমৃদ্ধি করা।
৩. উন্নয়নের লক্ষ্যে সদস্য সংগ্রহ, উত্তরবঙ্গের বিখ্যাত দ্রব্য সামগ্রীর প্রদর্শনী, পুস্তিকা, ম্যাগাজিন ইত্যাদির সম্পাদনা ও প্রকাশনার ব্যবহার করা।
৪. পেশাগত মর্যাদার সংরক্ষণ ও পেশার ক্ষেত্রে বৃদ্ধির লক্ষ্যে পরিষদের সকল সদস্যদের শিক্ষাগত বা কারিগরী যোগ্যতার ভিত্তিতে সুযোগের সমতা নিশ্চিত করতে পরিষণদ সচেষ্ট থাকবে।
৫. জাতীয়, আন্তর্জাতিক ও আঞ্চলিক বিভিন্ন প্রগতিশীল পেশাজীবী সংগঠনের সহিত পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা।
৬. আত্ম-কর্মসংস্থানমূলক প্রতিষ্ঠান স্থাপনে সহযোগিতা করা।
৭. ব্যক্তিগত ও সমর্ষ্টিগত ভাবে সদস্যদের নৈতিক, সামাজিক, অথর্খনৈতিক ও সাংস্কৃতিক মান উন্নয়ন করা।
৮. সদস্যদের নানাবিধ অভাব-অভিযোগ ও সমস্যার সমাধান করা।
৯. সদস্যের ন্যায় সংগত স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষা তথা তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন উদ্দেশ্য সাধনের নিয়ম ও শৃঙ্খলার সাথে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া।
১০. সদস্যদের মধ্যে যদি কারও কোন প্রকার সমস্যা দেখা দেয় (যেমন- চাকুরীক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে) তা হলে জরুরি ভিত্তিতে উদ্ভুত ঘটনা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে দ্বিপাক্ষিক আলোচনা এবং অথবা আইন প্রয়োগকারী সংস্থার নিকট জানানের প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা।
১১. আবাসিক সমস্যা সমাধাকল্পে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণ করা।