সভাপতির বাণী

‘উত্তরবঙ্গ চাকুরিজীবী কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে ওয়েবসাইট প্রকাশে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। শতব্যস্ততার মাঝেও সময় বের করে যাঁরা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে ওয়েবসাইটটি নির্মাণ কাজ করছেন তাঁদেরকে জানাই গভীর কৃতজ্ঞতা। যে লক্ষ্য-উদ্দেশ্য অর্জন এবং কার্যাবলী সম্পাদনের জন্য এ ওয়েবসাইটটি হয়েছে তা সফল হোক এই কামনা করি।
চাকরিজীবীদের দীর্ঘ ও বিশেষায়িত অভিজ্ঞতা নিজ কর্মক্ষেত্রে কাজে লাগানোর পাশাপাশি নিজ নিজ এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ও নতুন প্রজন্মের মেধা বিকাশে এই পরিষদের মাধ্যমে বাস্তবমুখী পদক্ষেপ নেয়া এখন সময়ের দাবী। তাই এই বিষয়ে সংশ্লিষ্ট সকলের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতা আবশ্যক।
আমি আশা করি পরিষদের সবার মধ্যে দেখা সাক্ষাৎ ও ভাব বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ সৃষ্টি হবে। এর মাধ্যমে এলাকায় বসবাসরত নানা পেশার মানুষের সাথেও চাকরিজীবীদের যোগাযোগের ক্ষেত্র সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। এই উদ্যোগ ও মিতস্ক্রিয়ার ফলে সকলের জন্য মঙ্গল এবং প্রশান্তি বয়ে আনবে এই আমার প্রত্যাশা।
পরিষদের সদস্য ও সকল সহযোগীকে স্বতঃস্ফুর্ত সহযোগিতার জন্য আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
মো. সোহরাব হোসেন
সভাপতি
উত্তরবঙ্গ চাকরিজীবী কল্যাণ পরিষদ
ঢাকা বিশ^বিদ্যালয়